,

মুকসুদপুরে এক হাজার জনকে ঈদ উপহার দিলেন কেন্দীয় যুবলীগ নেতা

শহিদুল ইসলাম: গোপালগঞ্জের মুকসুদপুরে এক হাজার জন মানুষের মাঝে ঈদ উপহার দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা লায়ন ওবায়দুর রহমান বাদল।

শনিবার সকালে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃতে ননীক্ষীর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মতিন মিয়ার ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা লায়ন ওবায়দুর রহমান বাদল মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দরিদ্র এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল আক্তার খান, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফকির মিরাজ আলী শেখ,

কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হানিফ খান, কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোঞ্জর আলী খান, জার্মান আওয়ামী যুবলীগের সদস্য সচিব মনিবুর রহমান সম্রাট, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সুফিয়ান মৃধা, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম শেখ প্রমুখ।

লায়ন ওবায়দুর রহমান বাদল জানান, সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। উপস্থিত সকলকে জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়ার আহবান করেন।

এই বিভাগের আরও খবর