,

মধ্যরাত থেকে পদ্মায় ফেরি বন্ধ, দুর্ভোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তীড়ে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট-বড় কয়েকটি ফেরি।

এর ফলে শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারও যানবাহনের যাত্রী ও শ্রমিকদের।

শুক্রবার (২৯ জানুয়ারি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, ঘন কুয়াশায় নৌ-চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৈশকোচসহ কয়েকশ’ যানবাহন আটকা পড়েছে। একইসঙ্গে পারের অপেক্ষায় রয়েছে হাজার হাজার যাত্রী ও শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব মানুষ।

তবে ডিজিএম মো. জিল্লুর রহমান বলছেন, কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিরাতেই ফেরি চলাচল বন্ধ থাকছে। সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে এর তীব্রতা বেড়ে গেলে নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যায় না।

এই বিভাগের আরও খবর