জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমকে ৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা আশ্রম কর্তৃপক্ষের কাছে অনুদানের ৫ লাখ টাকা তুলে দেন।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইলিয়াসুর রহমান, আশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাসসহ আরো অনেকে। এ সময় প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, ‘আমি ২০ বছর আগে বৃদ্ধাশ্রম গড়ে প্রতিষ্ঠা করি। প্রথম দিকে ভিক্ষা করে বৃদ্ধাশ্রম পরিচালনা করেছি। এখনো এটি অব্যাহত আছে। না চাইতেই বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে অনেক অনুদান দিয়েছে। তা দিয়ে বৃদ্ধাশ্রমের উন্নয়ন কাজ করেছি। এ বৃদ্ধাশ্রমে অনেক সংকট রয়েছে। তারপরও আমরা বৃদ্ধাশ্রমটির কাজ চালিয়ে নিয়ে যাচ্ছি। বর্তমানে এখানে ২৩ জন বৃদ্ধ মা-বাবা রয়েছেন। তাদের সেবা করেই আমার জীবন কাটছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘আমি বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেছি। বৃদ্ধাশ্রমে গিয়ে আমি অবিভূত হয়েছি। এটি প্রতিষ্ঠা করে আশুতোষ একটি মহৎ কাজ করে যাচ্ছেন। এ কাজে সমাজের বৃত্তবানদের সহায়তা কারা উচিত। আমরা বৃদ্ধাআশ্রম ভালভাবে পরিচালনা করতে ৫ লাখ টাকার অনুদান দিচ্ছি। আরো একজন এখানে ১ লাখ টাকা দিতে চেয়েছেন। এভাবে আরো লোকজন অনুদানের হাত বাড়িয়ে দিলে বৃদ্ধাশ্রমটির উন্নয়ন হবে।’