,

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ‘ধর্ষণ’

জেলা প্রতিনিধি, বরগুনা: বরগুনার বামনায় বিয়ের প্রস্তাবে পরিবার রাজি না হওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বুধবার দুপুরে ওই কিশোরীর বাবা মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে হুমায়ুন কবির হিমু নামে একজনকে। আসামির বাড়ি বরিশালের কাজিরহাট ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে।

এজাহারে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর হিমু বামনায় ওই কিশোরীর বাড়িতে বেড়াতে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে কিশোরীর পরিবার তাকে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন সন্ধ্যায় কিশোরীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন হিমু।

ওই সময় কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করেন। লোকজন গেলে পালিয়ে যান হিমু।

কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়েকে হিমু বিয়ে করার জন্য দীর্ঘ দিন ধরে প্রস্তাব দিয়ে আসছিল। আমরা বিয়েতে রাজি হইনি। পরে ঘরে ঢুকে হিমু আমার মেয়েকে একা পেয়ে খুনের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

‘আমি বামনা থানায় মামলা করতে গেলে নেয়নি। পরে কোনো উপায় না পেয়ে আজ বরগুনার আদালতে মামলা করি।’

তবে মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ মামলা করতে আসেনি। ওই কিশোরীর বাবা মিথ্যা কথা বলছে। থানায় আসলে অবশ্যই মামলা নেয়া হতো।’

এই বিভাগের আরও খবর