,

বাল্যবিয়ে করায় বরের জরিমানা

মানিকগঞ্জ জেলা ম্যাপ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে বাল্যবিয়ের দায়ে রানা বেপারি (২২) নামে এক যুবককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেন এই জরিমানা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, জরিমানা প্রাপ্ত ওই যুবক হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামের পান্নু বেপারির ছেলে।

তিনি গতকাল ১৬ বছরের এক কিশোরিকে বিয়ে করে বাড়িতে এনেছেn, এমন খবরে ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে অভিযান চালায়। পরে বাল্যবিয়ে নিরোধ আইনে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর