,

বরিশালে পুলিশের বিরুদ্ধে আসামিকে নির্যাতনের অভিযোগ

লোগো

বরিশাল প্রতিনিধি: বরিশালে পুলিশের বিরুদ্ধে এক আসামিকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

জানা যায়, মঙ্গলবার বেলা ২টার দিকে আদালতের জেলখানায় দুই আসামির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে এক আসামিকে মারধর করে পুলিশ সদস্যরা। খবর পেয়ে আদালতের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আসলাম ঘটনাস্থল পরিদর্শ করেন। নির্যাতনের শিকার আসামির নাম রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বেলা ১২টার দিকে আদালতের জেলখানায় আসামি সুজন ও রফিকুল ইসলামের মধ্যে তর্কাতর্কি হয়। পরে দুই আসামিকে আদালতে নেওয়ার সময় তারা ধস্তাধস্তি শুরু করে। এর জের ধরে বেলা ২টার দিকে একদল পুলিশ সদস্য জেলে ঢুকে আসামি রফিকুল ইসলামকে মারধর করে। আদালত চলাকালে পুলিশের এমন ঘটনায় বিচারপ্রার্থীরা বিস্মিত হন।

খবর পেয়ে বেলা আড়াইটার দিকে আদালতের পুলিশ পরিদর্শক আসলাম জেলখানা পরিদর্শনে এলে অন্যান্য আসামিরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানান। তারা রফিকুলকে মারধরের বিচার চান। এ সময় পরিদর্শক আসলাম অভিযুক্ত পুলিশ সদস্যদের হুঁশিয়ারী করেন।

এ প্রসঙ্গে আসলাম সাংবাদিকদের বলেন, কোন আসামিকে মারধর করা হয়নি। জেলখানায় দুই আসামির মধ্যে হাতাহাতি হয়েছে মাত্র। পরবর্তিতে সকল আসামিকে নিরাপদে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর