,

বঙ্গবন্ধুর সমাধিতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ।

তিনি আজ শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিনি পবিত্র ফাতহোপাঠ, বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনায়ও দোয়া-মোনাজাত করেন।

এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, টুঙ্গিপাড়ার এসিল্যান্ড দেদারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ওসি তন্ময় মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এই বিভাগের আরও খবর