,

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কাশিয়ানীতে বিক্ষোভ

কাশিয়ানী প্রতিনিধি: কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কাশিয়ানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলা শহীদ মিনার চত্ত¡রে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা শাহ মো: শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাবলু, দপ্তর সম্পাদক শহীদুল খন্দকার, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ার হোসেন (আনু), সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: বিপ্লব হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমার খান, রাতইল ইউপি চেয়ারম্যান বি এম হারুন অর রশিদ পিনু, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো: মাসুদ রানা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান মো: মকিমুল ইসলাম মকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম পিকুল, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকারের উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্থ করতে মৌলবাদী শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত। এমন ন্যাক্কারজনক কাজ প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিজয়ের মাসে রাতের আধাঁরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এই বিভাগের আরও খবর