,

প্রধান শিক্ষককে ‘হত্যার হুমকি’ যুবলীগ নেতার

যশোর ব্যুরো: যশোরে একটি মাধ্যমিক স্কুলের কমিটি গঠন নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলামকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামের বিরুদ্ধে।

২৪ মার্চ এ ঘটনা ঘটলেও গত সোমবার এ সম্পর্কিত একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়। এর পরই বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রবিউল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার সকালে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৪ মার্চ দুপুরে যুবলীগ নেতা মাজহারুল ইসলাম ওই বিদ্যালয়ে যান। অসুস্থতাজনিত কারণে প্রধান শিক্ষক রবিউল ইসলাম ওই সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। এ সময় প্রধান শিক্ষকের কক্ষে বসেই মাজহারুল তাঁকে ফোন দিয়ে নতুন কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে বলেন। কমিটির বিষয়ে মামলা চলমান রয়েছে জানালে মাজহারুল প্রধান শিক্ষককে গালাগাল করে তাঁকে হত্যার হুমকি দেন।

ভাইরাল হওয়া অডিও রেকর্ডটিতে যুবলীগ নেতা মাজহারুলকে বলতে শোনা যায়, ‘আমার এই অল্প বয়সে আমি পাঁচটা মার্ডার মামলা খেয়েছি। আপনার কত বড় ক্ষমতা আপনি এমপি সাহেবের কথা শুনছেন না। ’ এরপর প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালাগাল করে তাঁকে হত্যার হুমকি দেন ওই যুবলীগ নেতা, যা গণমাধ্যমে প্রকাশের অযোগ্য।

এ ব্যাপারে প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ‘ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে বলেছেন, আমাকে হত্যা করে হত্যা মামলার আসামি হবেন। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। ’

তবে অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা মাজহারুল ইসলাম বলেন, ‘ওই দিন আমি তাঁকে (প্রধান শিক্ষক) ফোন দিয়ে ভালোমন্দ জিজ্ঞেস করেছি। পরের কথাগুলো (অডিও কথোপকথন) আমার না। আমি যতটুকু বলেছি সে কথার সঙ্গে ওই কথার কোনো মিল পাচ্ছি না। ’

এই বিভাগের আরও খবর