কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের (বিআরডিবি) উদ্যোগে সদস্যদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক এ প্রশিক্ষণে ৪০ জন সদস্য প্রশিক্ষন অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সন্জয় কুমার কুন্ডু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, শস্য উন্নয়ন কর্মকর্তা নয়ন কুমার কুন্ডু, রতন কুমার বাড়ৈ, মো. মাসুদ রেজা প্রমুখ।
গত মঙ্গলবারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-পরিচালক মো. গোলাম রসুল।