কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার প্রতিটি এলাকায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
একদিকে বিদায়ের সুর, অন্যদিকে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই উপজেলার পূজা মণ্ডপগুলোতে নেমেছিল ভক্তদের ঢল। চলেছে ঢাক আর শঙ্খধ্বনি। টানা মন্ত্রপাঠ। উলুধ্বনি আর অঞ্জলি। দুর্গা দেবীকে বিদায় জানানোর আগে শেষবারের মতো আবির খেলা এবং রং মাখামাখির আনন্দে মেতে উঠেন শিশু-কিশোর ও নারী-পুরুষরা। তবে আনন্দের মধ্যেও ছিল বিষাদের সুর।
সন্ধ্যার পর থেকে প্রতিমা বিসর্জনে ব্যস্ত হয়ে পড়েন মন্দির কর্তৃপক্ষ, আয়োজক ও ভক্তরা।
হিন্দু শাস্ত্র মতে, মা দুর্গা দেবী সাথে লক্ষী, স্বরস্বতী, গণেশ ও কাতির্ককে নিয়ে মর্ত্য থেকে স্বামী গৃহে আবারো কৈলাশে ফিরে গেলেন ঘোটকে।
উপজেলার ২২৬টি পূজামণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। বিসর্জনের আগে উলুধ্বনি, ঢাকের বোল ও জয় মা দুর্গার জয় জয় ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজামণ্ডপগুলো।
অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর ও সম্প্রীতির মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কাশিয়ানী উপজেলায় হিন্দু ধর্মের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কাশিয়ানী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছিল। তিনি সুষ্ঠুভাবে পূজা সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।