,

পিরোজপুরে ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের নামে মামলা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে জেলেদের চালের তালিকা তৈরি নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ইউপি চেয়ারম্যান হানিফ খানের সঙ্গে সম্প্রতি ইউপির পাঁচ সদস্যের বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

এর জের ধরে চেয়ারম্যান ও তার সশস্ত্র ক্যাডার বাহিনী ওই ইউপির ওই পাঁচ সদস্যকে গুরুতর আহত করার ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে।

মামলায় চেয়ারম্যানকে প্রধান ও ইউপি সদস্যা রিপা বেগমকে আসামি করে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত সদস্য সোহেল খানের বাবা মুক্তিযোদ্ধা জাফর আলী খান বাদী হয়ে মামলাটি করেন।

বাদী তার এজাহারে উল্লেখ করেন, চেয়ারম্যান ও তার আপন ভাই লিটন খান, হাবিব খান, শ্যালক তুর্জ গাজী ও তন্ময় গাজীসহ প্রায় ২০ জনের অধিক ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সম্পাদক সোহেল খান ও সভাপতি সাইফুল ইসলামসহ মোট পাঁচ ইউপি সদস্যকে কুপিয়ে আহত করে।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মধ্যে সভা চলাকালীন এই বর্বরতার ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর