,

পানির নিচে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট

জেলা প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মা নদীতে পানি বাড়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটটি পানির নিচে তলিয়ে গেছে।

দৌলতদিয়া প্রান্তের ব্যস্ততম এ ফেরিঘাটে তাই দুর্ঘটনা এড়াতে শুক্রবার মধ্যরাত থেকে ঘাটে বন্ধ রয়েছে যানবাহন ও যাত্রী-পারাপার।

এ ছাড়া ঘাট সংকটে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটায় তিন কিলোমিটারের যানজটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন  নিশ্চিত করেছেন।

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৫টির মধ্যে ৩টি ঘাট সচল আছে। অনেক যাত্রীকে ৫ নম্বর ফেরিঘাটে এসে ফিরে যেতে দেখা গেছে।

দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা- খুলনা মহাসড়কে ৭ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। যার মধ্য শত শত যাত্রীবাহী বাস আছে। মধ্যরাতে আসা বাসগুলো সকাল ৯টা পর্যন্ত ফেরি পার হতে পারেনি।

দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। অনেক ট্রাক চালক রাতে এসেও ফেরি পার হতে পারেননি।

ট্রাকচালক হামিদ মিয়া বলেন, ‘খুলনা থেকে ছেড়ে এসে গতকাল দুপুরে ঘাট এলাকায় আসছি। এখনও ফেরি পার হতে পারিনি। রাত বৃষ্টি ও বাতাসের মধ্য এই ট্রাকেই কাটাইতে হইছে। আমাদের কষ্ট ভোগান্তির শেষ নাই।’

আরেক ট্রাকচালক আকবর হোসেন বলেন, ‘এই নদী পার হতে গেলে আমাদের সারা বছরই ভোগান্তি পোহাতে হয়। শুনেছি এখানে সাতটি ঘাট, এখন তো তিনটি ঘাট চলতেছে। ঘাট আরও বাড়াইলে কী হয়?’

সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাসযাত্রী ইমরান সরদার বলেন, ‘রাতে এসে ঘাটে আটকে আছি। বৃষ্টি- বাতাসে ঘাটেই বাসের মধ্যে কাটছে। এইভাবে কতক্ষণ থাকা যায়। শুনতেছি ঘাট সংকট।’

ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ‘এই রুটে এখন যাত্রী পারাপারের জন্য ৩টি ঘাট দিয়ে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে। ঘাট সংকটের কারণে আমাদের ফেরি চলাচলে একটু বিঘ্ন ঘটছে।’

এই বিভাগের আরও খবর