,

পাগলির সন্তানকে বুকে নিতে চায় সবাই

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে এক মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানটি প্রসব করেন ওই নারী। তবে শিশুটির পিতৃ পরিচয় পাওয়া না গেলেও তাকে দত্তক নিতে একাধিক দম্পতি ইতোমধ্যে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার।

তিনি জানান, মা ও শিশু দুজনই সুস্থ আছেন। শিশুটিকে দত্তক নেয়ার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

উপজেলার উত্তর রাজাপুর এলাকার ইউপি সদস্য মো. জাকির হোসেন খান বলেন, কয়েকদিন আগে ওই পাগলি স্থানীয় রাজাপুর বাজারে অসুস্থ হয়ে পড়লে গত ৬ নভেম্বর রাতে রাজাপুর বাজার সংলগ্ন এলাকার দুই নারীর সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মেহেরুন আফরোজসহ কয়েকজন বলেন, ভর্তি হওয়ার ৬ দিন পর আজ সকালে তার প্রসব বেদনা শুরু হয়। পরে তাদের (নার্সদের) সহযোগিতায় একটি ফুটফুটে কন্যা সন্তান ভূমিষ্ট হয়। এখন পর্যন্ত শিশুটির কোনো নাম রাখা হয়নি।

এই বিভাগের আরও খবর