,

নড়াইলে কৃষকদের ধান কেটে দিলেন ছাত্রলীগ

নড়াইলের লোহাগড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী।

লাবন্য রহমান: করোনার প্রাদুর্ভাবে নড়াইলের লোহাগড়ায় কৃষি শ্রমিকের চরম সংকট দেখা দেয়। এতে বিপাকে পড়ে এ অঞ্চলের কৃষকরা। এসব অসহায় কৃষকের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় ধান কেটে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার সকালে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসানের নেতৃত্বে প্রায় ২৫/৩০ জন ছাত্র লীগ নেতাকর্মী উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের অসহায় কৃষক জাহাঙ্গীর শেখ ও মিলনের ধান কেটে দেয় ।

কৃষক জাহাঙ্গীর ও মিলন বলেন, করোনার কারণে ধানকাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। মাঠে পেকে যাওয়া যাওয়া ধান নিয়ে দূর্যোগ আবহাওয়ায় চিন্তায় ছিলাম। শ্রমিক পাওয়া গেলেও মূল্য অনেক বেশি। এত বেশি টাকা দিয়ে ধান কাটা আমাদের মতো কৃষকের পক্ষে সম্ভব না। এ অবস্থায় বিষয়টি আমি লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সম্পাদককে জানালে ছাত্রলীগের লোকজন এসে আমার জমির ধান কেটে দিয়ে গেছে। এতে আমার দূর্ভোগ লাঘব হয়েছে।

লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বলেন, ‘যে সব কৃষক আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে এবং অর্থের অভাবে ধান কাটকে পারছেন না। এমন অসহায় কৃষকের ধান আমরা বিনা পারিশ্রমে কেটে দিয়ে সহযোগিতা করছি। এ কাজে উপজেলার ছাত্রলীগ নেতা সজীব মুছল্লি, শাহিন শেখ, সজীব শেখ, মারুফ গাজী, সিজান লিমন, মোহাম্মদ আলী, অনিক, রিদয়, সাদিকুলসহ প্রায় ২৫-৩০জন ছাত্রলীগ নেতা-কর্মী অংশ নিচ্ছে। ’

এই বিভাগের আরও খবর