,

ধামরাইয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে সহিংসতার কারণে পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমানের বিরুদ্ধে ভাঙচুরের মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।

এর আগে ২৯ ডিসেম্বর রাতে ধামরাইয়ে ৯ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। পরে ৩১ ডিসেম্বর আমিনুর রহমানসহ ৩৫ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী মনিরুজ্জামান।

ধামরাই থানার মামলা নম্বর ২৬। ধামরাই পৌরসাভা যুবলীগ সভাপতি আমিনুর রহমান ৩ নম্বর আসামি।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর ধামরাই পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে পাঞ্জাবি প্রতীকে নির্বাচন করেন আরফান আলী ও উটপাখি প্রতীকে আবু সাইদ। ভোটে নির্বাচিত আবু সাইদ। নির্বাচিত হওয়ার পর ২৯ ডিসেম্বর পাঞ্জাবি প্রতীকের পরাজিত প্রার্থী আরফান আলীর সমর্থকদের ওপর হামলা চালায় ও লুটপাট করেন আবু সাইদের সমর্থকদের নিয়ে পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান। এসময় বাড়িঘর অফিস ভাঙচুর ও লুটপাট করেন। এতে করে তারা ভুক্তভোগী ৭টি পরিবার চরম আতঙ্কে বসবাস করছে।

এ ব্যাপারে ধামরাই থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে৷

এই বিভাগের আরও খবর