,

ধামরাইয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোয়াপুর বাজার এলাকায় নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাবের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই মামলা করেছেন। মামলা দুটি রাত ১২টার পর রুজু হয়েছে। দুই মামলায় ৭০ জনের  অধিক নামীয় শতাধিক অজ্ঞাত আসামি রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, শনিবার (৩০ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিনের ছেলে আব্দুল হালিমের নেতৃত্বে নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছিলো। এসময় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সোহরাব তার কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা প্রতীকের নির্বাচনি প্রচারণায় বাধা দেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

এই বিভাগের আরও খবর