,

দ্রুত দেশের মানুষের কাছে ফিরতে চাই : সালাহউদ্দিন

বিডিনিউজ ১০ ডটকম, রাজনীতি: অবৈধ অনুপ্রবেশের অভিযোগের মামলায় ভারতের শিলংয়ের একটি আদালতে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৬ অক্টোবর) মেঘালয় রাজ্যের শিলংয়ের বিচারিক হাকিম ডিজি খার সিংয়ের আদালত এ রায় দেন। একই সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

রায় ঘোষণার পর বিবিসি বাংলাকে সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন তিনি ন্যায় বিচার পেয়েছেন। বলেন, ‘আমি মনে করছি যে ন্যায়বিচার পেয়েছি আদালতের কাছ থেকে। ভারতের কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমার চিকিৎসা থেকে শুরু করে সব বিষয়ে সহযোগিতা করেছেন।’

তিনি আরও বলেন, ‘এখন যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তন প্রক্রিয়াটা সম্পূর্ণ হলেই আমার পক্ষে ভালো। আমি দ্রুত দেশের মানুষের কাছে ফিরতে চাই।’

রাজনীতিতে ফেরার সম্পর্কে তিনি বলেছেন, ‘আমরা রাজনীতির মানুষ, তাই রাজনীতিতেই সব সময়েই আছি -সে আমি পৃথিবীর যে দেশেই থাকি না কেন। বর্তমানে দেশে যে গণতন্ত্র মুক্তির আন্দোলন চলছে, তার সাথেই সবসময়ে আছি।’

এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে সেটা নির্ভর করছে কত দ্রুত তিনি দেশে ফিরতে পারছেন।

গতকাল রায় ঘোষণার পর সালাহউদ্দিন আহমেদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, ‘তিনি (সালাহউদ্দিন আহমেদ) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন, যত দ্রুত সম্ভব কাগজপত্র পাওয়া মাত্রই দেশে ফিরবেন।’

২০১৫ সালে হঠাৎ নিখোঁজ হওয়ার কয়েক মাস পর ১১ মে মেঘালয়ের রাজধানী শিলংয়ের গলফ লিঙ্ক এলাকায় সালাহউদ্দিন আহমেদকে দেখতে পায় পুলিশ। পরে তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার তিনি বেকসুর খালাস পান।

এই বিভাগের আরও খবর