,

দুগ্ধ দিবসে কাশিয়ানীতে দুধ পেল ২শ’ শিক্ষার্থী

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলা প্রাণিসম্পদের অর্থায়নে ২শ’ শিশু শিক্ষার্থীর মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২ জুন) উপজেলার বরাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খানের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুধ বিতরণ করেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, সহকারি কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন খান, ওসি মো. আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, প্রধান শিক্ষক সেলিনা খানম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, ভাটিয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজী খোকন প্রমুখ।

এই বিভাগের আরও খবর