নিজস্ব প্রতিবেদক: দারিদ্র্য বিমোচনে শীর্ষ তিনে ঠাঁই পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি প্রকাশিত ‘মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স (এমপিআই) ২০১৯’-এ উঠে এসেছে বাংলাদেশের সাফল্যের এই চিত্র।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের যে তিনটি দেশ সবচেয়ে দ্রুত গতিতে সব ধরনের দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। পৃথিবীর ১০১টি দেশের স্বাস্থ্য, শিক্ষা, এবং জীবনের মানের ভিত্তিতে গ্লোবাল এমপিআই রিপোর্ট প্রকাশিত হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সম্মিলিত ভাবে এই রিপোর্ট পেশ করে। মাথাপিছু রোজগারের ভিত্তিতে এই হিসাব হয় না।
রিপোর্টে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সঙ্গে যে দেশগুলোর সূচক তুলনা করা হয়েছে সেগুলো হলো, ভারত, পেরু, কম্বোডিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, কঙ্গো প্রজাতন্ত্র, ইথিওপিয়া এবং হাইতি।
রিপোর্ট বলছে, এই ১০ দেশের মধ্যে সবচেয়ে দ্রুত বহুমাত্রিক দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারছে বাংলাদেশ, ভারত ও কম্বোডিয়া।
যে দশটি মানদণ্ডে এই সূচক তৈরি হয়েছে তার ৯টিতেই বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে। বহুমাত্রিক দারিদ্র্য সূচকে বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট সমান- ০ দশমিক ১৯৮। কিন্তু পাকিস্তানে অসমতা বাংলাদেশের চেয়ে বেশি বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বহুমাত্রিক দারিদ্র্য কমিয়ে আনতে পারলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অসমতা এখনও ব্যাপক।
মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স (এমপিআই) ২০১৯’ বলছে, বাংলাদেশে এখনও দুই কোটি ৬৭ লাখ মানুষ ‘বহুমাত্রিক’ দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, যা মোট জনসংখ্যার ১৬ দশমিক ৭ শতাংশ। এক বছর আগে এই হার ছিল ১৮ শতাংশের মত।