,

তিন দেশ থেকে সাড়ে ৩ লাখ টন চাল কিনছে সরকার

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক: আসন্ন রমজান ও বর্তমান চালের বাজার নিয়ন্ত্রণে আনতে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আরও সাড়ে ৩ লাখ টন চাল কিনছে সরকার। এর মধ্যে ভারত ও থাইল্যান্ড থেকে দেড় টন করে তিন টন বাসমতি এবং ভিয়েতনাম থেকে ৫০ হাজার টন আতপ চাল কেনা হবে।

বুধবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চাল কেনার তিন প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সভায় অর্থনীতি সম্পর্কিত ৩টি প্রস্তাব এবং সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ৩টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল কিনতে ব্যয় হবে ৬৬৩ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৯০১ টাকা। পুরো টাকা বাংলাদেশ সরকার (জিওবি) ব্যয় করবে। অন্যদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রিপরিষদের ব্রিফিংয়ে জানানো হয়, খাদ্য অধিদফতর রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরকার টু সরকার (জি টু জি) পদ্ধতিতে ভারতের পাঞ্জাব টেস্ট সিভিল করপোরেশন লিমিটেড এবং থাইল্যান্ডের জাতীয় কৃষক পরিষদের প্রতিষ্ঠান থেকে তিন লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএ) আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই পদ্ধতিতে ভিয়েতনামের সাউদার্ন ফুড করপোরেশন থেকে ৫০ হাজার টন আতপ চাল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ভ্যাট ও ট্যাক্সসহ সর্বমোট ২৭৮ কোটি ৭০ লাখ ২৫ হাজার ১২৪ টাকায় সুইজারল্যান্ডের এওটি ট্রেডিং এজি এবং ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ভ্যাট ও ট্যাক্সসহ সর্বমোট ২৪৮ কোটি ৫৩ লাখ ২৯ হাজার ৭৮০ টাকায় সিঙ্গাপুরে ভিটল এশিয়া প্রাইভেট লিমেটেড থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের মাধ্যমে ‘কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থল বন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউ-০২ পূর্ত কাজ মো. মইন উদ্দিন লিমিটেড থেকে ১৩৬ কোটি ২৪ লাখ ৬১ হাজার ৯৯৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর