,

ট্রাম্প জনপ্রিয়তার গণভোট

ট্রাম্প জনপ্রিয়তার গণভোট

আন্তর্জাতিক ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার ওপর একটি রেফারেনডাম বা গণভোট হিসেবে চিহ্নিত করেছেন। নির্বাচনী প্রচারণায়ও একই ধোঁয়া তুলেছেন ট্রাম্প। সোমবার প্রচারণার সমাপনী দিনেও ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডে তিনি বলেন, ‘যদিও ব্যালটে প্রেসিডেন্ট নেই, ভিন্ন অর্থে আমিও একটি টিকিট পেয়েছি। এ নির্বাচন আমার জন্য গণভোট।’ মার্কিন গণমাধ্যমগুলো বলছে, নির্বাচনে কংগ্রেসের যে কোনো কক্ষের নিয়ন্ত্রণ হারালেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হবে।

প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে মূলত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের রাজনীতিক নেতৃত্বের ভবিষ্যৎ নির্ধারণ হবে। ট্রাম্পের শাসনে এরই মধ্যে গোল্লায় গেছে মানবাধিকার। বহুত্ববাদী মার্কিন মুলুকে বিভাজনের রাজনীতির চর্চা শুরু করেছেন। ‘যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ঠাঁই নাই’ সুর ছড়িয়ে উগ্রপন্থীদের দলে ভেড়ানোর সফল চেষ্টা করছেন ট্রাম্প। শিক্ষা, শ্রম, স্বাস্থ্য, কর ব্যবস্থা নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে। ট্রাম্পের জনপ্রিয়তাও কমে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। সবকিছু মিলিয়েই ট্রাম্পের জন্য এ নির্বাচন এক লিটমাস টেস্ট। যদিও এখনও রিপাবলিকানদের বিশ্বাস জনরায় তাদের পক্ষেই যাবে।

আগামী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মধ্যবর্তী এ ভোটে ট্রাম্পের নেতৃত্বের মূল্যায়ন হবে। তার প্রতি জনগণের আস্থা-অনাস্থার বিষয়টি স্পষ্ট হবে। এ নির্বাচনের মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পুনর্নির্বাচনের পূর্বাভাস পাওয়া যাবে। সোমবার প্রচারণার সমাপনীতে ভোটারদের ট্রাম্প বলেন, ‘আমরা যা কিছু অর্জন করেছি, তা এ নির্বাচনের মাধ্যমেই মূল্যায়ন হবে। আমি মনে করি আমরা ভালো করছি।’ ইন্ডিয়ানা রাজ্যের সমাবেশে বিরোধীদের উদ্দেশ ট্রাম্প বলেন, ‘যদি আমরা ভালো একটি দিন না পাই, তাহলে তারা এমনভাবে উপস্থাপন করবে যেন পৃথিবীর পরিসমাপ্তি ঘটেছে। চিন্তা করার কিছু নেই। আবার আমরা যদি ভালো করি, এজন্য তারা আমাদের কোনো কৃতিত্ব দেবে না।’

সিনেটে শেয়ানে-শেয়ানে যুদ্ধ : সিনেটের ৩৫টি আসনের মধ্যে ৬টিতে শেয়ানে-শেয়ানে যুদ্ধ হবে বলে জানাচ্ছে দ্য গার্ডিয়ান। আসনগুলো হল- আরিজোনা, মিনোসোটা, নেভাদা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া ও টেক্সাস। এর মধ্যে আরিজোনায় ডেমোক্র্যাট নেত্রী ক্রিসটিন সিনেমার মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান নেত্রী মার্থা ম্যাকশেলি। মিনোসোটায় রিপাবলিকানের ম্যাট রোসেনডেল সামনে দুই মেয়াদে ডেমোক্র্যাট সিনেটর জন টেস্টার। নেভাদায় শক্ত রিপাবলিকান প্রতিপক্ষ ডিন হেলারের বিরুদ্ধে প্রথমবারের মতো লড়ছেন ডেমোক্রেটিক নারী প্রার্থী জ্যাকি রোজেন। প্রাইমারিতে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট প্রার্থী টেড ক্রুজের বিরুদ্ধে লড়বেন ডেমোক্রেটিকের বেটো ও’রউর্ক।

এই বিভাগের আরও খবর