,

টেইলরের রেকর্ড

স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: মিরপুর টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন টেইলর। প্রথম ইনিংসে ১১০ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেছেন তিনি। জোড়া সেঞ্চুরি করে দলকে জেতাতে না পারলেও অনন্য রেকর্ড গড়েছেন অভিজ্ঞ এ ব্যাটার।

এর আগে বাংলাদেশের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব দু’বার আছে কুমার সাঙ্গাকারার। ২০১৩ সালে গলে টাইগারদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪২ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন তিনি। পরের বছর চট্টগ্রামে ৩১৯ ও ১০৫ রান করেন লংকান এ কিংবদন্তি।

সেই একই কীর্তি গড়লেন টেইলর। শেরেবাংলার আগে বাংলাদেশের বিপক্ষে আরেকবার জোড়া সেঞ্চুরি করেন তিনিও। ২০১৩ সালে হারারেতে প্রথম ইনিংসে ১৭১ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

তবে জিম্বাবুয়ের হয়ে এ কীর্তি শুধুই টেইলরের। দলটির হয়ে একের অধিক জোড়া সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার তিনি। সব মিলিয়ে ১৪তম।

এই বিভাগের আরও খবর