টুঙ্গিপাড়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
সোমবার (১৬ আগস্ট) সকালে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এ সময় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ফরিদপুর জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ তালুকদার (দুলাল), গোপালগঞ্জের এরিয়া ম্যানেজার মো. আব্দুল মালেক, পৌর কাউন্সিলর চান মিয়া, সাবেক কাউন্সিলর হাবিবুর বাশার লিপুসহ ফরিদপুর ও টুঙ্গিপাড়া জোনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে টুঙ্গিপাড়া ও পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করা হয়।