জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক কলহের জেরে আজাদ শেখ (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ভাইদের সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই যুবক।
সে উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোমরেজ শেখের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিহত আজাদ শেখের বড় ভাই মিজান শেখ ও মেজ ভাই জেহাদ শেখ মায়ের সাথে খারাপ ব্যবহার করায় তাদের মধ্যে হাতাহাতি হয়। তখন আজাদ শেখ আহত হলে স্থানীয় চিকিৎসকের কাছ চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে তার বড় বোন আতেফা বেগম। পরে ভাইদের উপরে অভিমান করে আজাদ শেখ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিলে তার বড় বোন দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা রশি কেটে নামিয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে রাতে থানায় রাখা হয়েছিল। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দ্বায়ের করা হয়েছে।