জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাডায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ৫০ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকরা।
রবিবার (৮ মে) দুপুরে তারা বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক আলহাজ্ব মো. মহিউদ্দিন ও সদস্য সচিব মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের অংশ নেন তারা।
এর আগে নবনিযুক্ত প্রশাসকরা সমাধি সৌধ বেদির সামনে শপথ বাক্য পাঠ করেন।
দোয়া মোনাজাত শেষে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক আলহাজ্ব মো. মহিউদ্দিন বলেন, ‘দেশের সকল জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতার প্রমাণ দিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে প্রশাসকগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবেন।’