কাশিয়ানী প্রতিনিধি: আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের কাশিয়ানীতে ১শ’ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি এবং গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া, উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব ও উপজেলা ভূমি অফিসের কানুনগো মনিমোহন ভূইয়া, সার্ভেয়ার রুহুল আমিনসহ স্থানীয় সাংবাদিকরা।
এ সময় ইউএনও জানান, এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৪০০টি ভূমি ও গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০০টি ঘর হস্তান্তর করবেন।
-লিয়াকত হোসেন লিংকন