,

চতুর্থবার স্কুল সভাপতি নির্বাচিত হলেন বায়েজিদ আহমেদ

কাশিয়ানী প্রতিনিধি: চতুর্থবারের মতো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশি কমল বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বায়েজিদ আহমেদ।

বায়েজিদ আহমেদ সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মঙ্গলবার (১০ মে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে কমিটির প্রথম সভায় তাঁকে এ অভিনন্দন জানানো হয়।

এ সময় শিক্ষক হামিদুল্লাহ আল বাবলু, সজল কুমার পোদ্দার, নিধান বিশ্বাস, সুকুমার বিশ্বাস, শাহিন আরা বেগম, দুলাল মিনা, ইলিয়াস শেখ, রাজু আহমেদসহ শিক্ষার্থী-অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বায়েজিদ আহমেদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রামদিয়া শ্রীকৃষ্ণ শশি কমল বিদ্যাপীঠের জন্য কাজ করে যাচ্ছি। চতুর্থবারের মতো আবারও আমি সভাপতি নির্বাচিত হয়েছি। যারা আমাকে এ দায়িত্ব দিয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

এই বিভাগের আরও খবর