,

চট্টগ্রামে গাউছুল আজম সিটিতে তরিক্বত কনফারেন্স সোমবার

নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ ১০ ডটকম: চট্টগ্রামের বায়েজিদে গাউছুল আজম সিটিতে অবস্থিত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে আগামীকাল (২৯ অক্টোবর) সোমবার বেলা ১টা হতে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স অনুষ্ঠিত হবে।

কনফারেন্সের প্রচারণার অংশ হিসেবে গত (২৬ অক্টোবর) জুমাবার মসজিদে মসজিদে লিফলেট বিতরণ ও শনিবার (২৭ অক্টোবর) শত শত মোটরসাইকেল বর্ণাঢ্য র্যালির মাধ্যমে তরিক্বত কনফারেন্সের প্রচারণায় গ্রাম ও নগরের বিশাল এলাকাজুড়ে জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ সময় তরিক্বতপন্থীদের হাতে থাকা লিফলেট বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের মাঝে বিতরণ ও হ্যান্ড মাইকিং করে জনগণকে দাওয়াত দেয়া হয়।

পবিত্র ফাতেহা শরীফ পাঠ ও মিলাদ-কিয়ামের মাধ্যমে মোনাজাত করে শুরু হওয়া শত শত মোটরসাইকেলযোগে এ র্যালিটি রাউজান কলেজ থেকে শুরু হয়ে পাহাড়তলী, কাপ্তাই রোড দিয়ে নোয়াপাড়া, মদুনাঘাট, নজুমিয়াহাট, কুয়াইশ নতুন রাস্তার মাথা, অক্সিজেন হয়ে বায়েজিদ গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স, কমপ্লেক্স হতে ২নং গেট হয়ে মুরাদপুর, আতুরারডিপু, অক্সিজেন হাটহাজারী রোড হয়ে চট্টগাম বিশ্ববিদ্যালয় গেট, হাটহাজারী কলেজ হয়ে রাঙ্গামাটি রোড দিয়ে রাউজান সদর হয়ে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসা ময়দানে এসে শেষ হয়।

বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য এ কনফারেন্স উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন অলি-গলিতে পোস্টারিংয়ের পাশাপাশি বিভিন্ন সড়ক, বাজার, রাস্তার মোড়ে তোরণ নির্মাণ, বিলবোর্ড, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং ব্যানার উত্তোলনের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে পুরো চট্টগ্রাম।

চট্টগ্রামের অন্যতম বৃহৎ এই কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

কনফারেন্সে সভাপতিত্ব করবেন- চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন। এতে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদরা আলোচনায় অংশ নেবেন।

কনফারেন্সে যোগদানের জন্য প্রতিবারের ন্যায় এবারও অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব ও ওমানসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী তরিক্বতপন্থীরা ইতোমধ্যেই দেশে আসতে শুরু করেছেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দিন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হযরতুলহাজ অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী।

কনফারেন্সে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- চট্টগ্রাম চেম্বার সভাপতি আলহাজ মাহবুবুল আলম তালুকদার, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সিনিয়র যুগ্ম-মহাসচিব হযরতুলহাজ আল্লামা আ ন ম হাদিউজ্জামান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন যুগ্ম-মহাসচিব আলহাজ আল্লামা মোকাদ্দছুল ইসলাম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হযরতুলহাজ মোহাম্মদ হাসান মাসুদ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঢাকা মহানগর সভাপতি হযরতুলহাজ আল্লামা আ খ ম আবু বক্বর ছিদ্দিক, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ আল্লামা মুছলেহ উদ্দিন আহমদ মাদানী, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (যুগ্ম-সচিব) কাজী মোহাম্মদ শফিউল আলম, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, রূপালী ব্যাংকের পরিচালক আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান, মদিনা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আবু মোহাম্মদ, এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

এতে সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি কনফারেন্স বাস্তবায়ন পরিষদের পক্ষ হতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর