,

গোপালগঞ্জ ‘জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি’ গঠন

গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আলোচনা, প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক অনিমেষ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ রায়হান।

এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মল্লিক, মহিলা বিষয়ক সম্পাদক আসমা খানম ও কোষাধ্যক্ষ খাদিজা নাইচ নির্বাচিত হয়েছেন।

এ সময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক আমেনা খানম, সহ সাধারণ সম্পাদক নরত্তম মন্ডল এবং সাবেক জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ তাসলিমা খানমসহ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর