জেলা প্রতিনিধি, গোপালঞ্জ: গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ও দলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি সৃষ্টি করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আতাউর রহমান পিয়ালকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, বিভিন্ন সময় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় এক ছাত্রলীগ নেতা জানান , বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আতাউর রহমান পিয়াল বিভিন্ন সময়ে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত ছিলেন। তিনি ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে প্রকাশ্যে সাধারণ মানুষকে মারপিট ও শরীরে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।