গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সন্ধ্যায় বাড়ির উঠানে খেলতে ছিল শিশু সাজিম। এসময় সবার অজান্তে বাড়ীর পাশের একটি পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় সে। সাজিমকে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ওই শিশুর মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে উদ্ধার করে পরিবারের লোকজন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।