,

গাজীপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে একরামুল হক ভূঁইয়া রনি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার রাতে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বড়কয়ের গ্রামের শ্রী লোকনাথ ব্রহ্মচারী লক্ষ্মী পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা পুলিশ পর্যন্ত গড়ায়। অভিযুক্ত রনি (৩৭) ওই গ্রামের মৃত রাজ্জাক ভূঁইয়ার ছেলে।

পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক শ্রী কেশব চন্দ্র দাস জানান, গত শনিবার ছিল লক্ষ্মীপূজার শেষ দিন। পূজা উপলক্ষে তাঁর বোন ও ভগ্নিপতি মন্দিরে পূজা দিতে আসেন। তাঁরা বিকেলে জমির আইল ধরে হেঁটে ফিরে যাওয়ার সময় আইল নষ্ট হওয়ার অভিযোগ নিয়ে রনির সঙ্গে তাঁদের ঝগড়া হয়।

ঘটনা জানতে পেরে কেশব চন্দ্র প্রতিবাদ করায় রনি শনিবার রাত ৮টার দিকে মন্দিরে ঢুকে দুটি প্রতিমার হাত ভেঙে ফেলে। এ সময় তিনি বাধা দিতে গেলে রনি তাঁকে মারধর করে। পরে এলাকাবাসী রনিকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় রনিসহ তিন-চারজনকে আসামি করে কেশব চন্দ্র মামলা করেছেন। ওই মামলায় রনিকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে

এই বিভাগের আরও খবর