,

খালেদার রায়ের প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

বেগম খালেদা জিয়াকে দণ্ড দেয়ায় বিক্ষোভ করেছে রাজশাহী জেলা বিএনপি।

রাজশাহী প্রতিনিধি: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দণ্ড দেয়ায় বিক্ষোভ করেছে রাজশাহী জেলা বিএনপি।

সোমবার দুপুরে রায় ঘোষণার পর এ কর্মসূচি পালন করে নগর বিএনপি। এর আগে বিএনপি চেয়ারপারসনের রায় ঘোষণা নিয়ে সকাল থেকেই নগরীর মালোপাড়া এলাকার দলীয় কার্যালয় এলাকায় জমায়েত হন নেতাকর্মীরা। রায় ঘোষণার পর একজোট হয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাও করেন তারা। কিন্তু পুলিশের বাধায় সামনে এগোতে পারেননি। পরে রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা।

নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, শাহ মখ্দুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরীফ ও মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন প্রমুখ।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা লেনদেনের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় খালেদা জিয়াসহ চার আসামির সবাইকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

এই বিভাগের আরও খবর