,

কুয়াশা থাকতে পারে সপ্তাহজুড়ে

নিজস্ব প্রতিবেদক: গত দুই দিন আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে যেন প্রচণ্ড শীত নেমেছে। চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন, সারা দিন সূর্যের দেখা নেই। প্রকৃতি সেজেছে পৌষ মাসের হাড়কাঁপানো শীতের সাজে, তবে ঠান্ডা ততটা নয়। আবহাওয়াবিদেরা বলছেন, এটি কুয়াশা নয়, ধোঁয়াশা। এমনটা আরও কিছুদিন চলবে। এই সপ্তাহজুড়ে হালকা শীত ও চারপাশে ধোঁয়াশা থাকতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, আবহাওয়ার এই পরিস্থিতির জন্য প্রকৃতির ভূমিকা খুব বেশি না। বরং মানুষের তৎপরতাই বেশি। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় শহর–গ্রাম সর্বত্র নানা অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। ইটভাটাগুলো পুরোদমে চালু হয়েছে। গ্রামে ফসল কাটার পর খড় পোড়ানো হচ্ছে। যানবাহন চলাচলও বেড়ে গেছে। এসব কিছু থেকে তৈরি ধুলা ও ধোঁয়া বাতাসে মিশছে। আর বাতাসে জলীয়বাষ্প বেড়ে গিয়ে ওই ধোঁয়া–ধুলা ও কুয়াশা মিলে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বাংলাদেশ ভূখণ্ডে শীতের হিমেল বাতাস প্রবেশ করতে শুরু করেছে। এখনো শীত পুরোদমে নামেনি। আগামী সপ্তাহের শুরুতে শীত বাড়তে পারে।

এদিকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় ধোঁয়াশা তৈরি হওয়ায় বায়ুর মান আবারও খারাপ হতে শুরু করেছে। গত এক সপ্তাহ দিন ও রাতের বেশির ভাগ সময় বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে দূষিত বায়ুর প্রাধান্যের দিক থেকে ঢাকার অবস্থান এক থেকে তিনের মধ্যে থাকছে। বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী আর্ন্তজাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের হিসাবে, আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখার সময়ও ঢাকার বায়ুর মানের সূচক ছিল ২৮৭। মানের দিক থেকে বায়ু ছিল খুবই অস্বাস্থ্যকর। ঢাকার পরই ছিল যথাক্রমে কাজাকিস্তানের বিশকেক, ভারতের কলকাতা ও রাজধানী নয়াদিল্লি।

আবহাওয়া অধিদপ্তর থেকে কাল বুধবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত থেকে ভোর পর্যন্ত নদীতীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কালকের তাপমাত্রা আজকের মতোই অপরিবর্তিত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর