,

কুমিল্লা সিটির ভোট নিয়ে সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক: পাঁচ এজেন্ডা নিয়ে আজ মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

সকাল ১১টায় নতুন নির্বাচন কমিশনের প্রথম এ বৈঠক অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে।

প্রথম বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে-কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন; পৌরসভা নির্বাচন; ইউনিয়ন পরিষদ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন এবং বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়।

ইসি সূত্র জানায়, প্রথম বৈঠকে কুমিল্লা সিটি করপোরেশন ছাড়াও একশর মতো ইউনিয়ন পরিষদ ও দীর্ঘদিন আটকে থাকা বিভিন্ন পৌরসভা নির্বাচন নিয়েও আলোচনা হবে। বৈঠকে সিদ্ধান্ত হলে ঈদের আগে তপশিল দিয়ে, ঈদের পরে ভোট করার চিন্তা করা হচ্ছে। তবে কুমিল্লা সিটি নির্বাচনের তপশিল ঘোষণার বিষয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে।

এ বিষয়ে ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন আয়োজনে কোনো আইনি বাধা নেই। কমিশন সভায় আলোচ্যসূচিতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়টি রয়েছে। আজকের সভায় কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে ৭ মার্চ এই বিষয়ে জানতে চেয়েও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো সাড়া না পেয়ে গত ৩০ মার্চ আবারও চিঠি দেয় কমিশন। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠিতে বলা হয়, কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বা ওয়ার্ড বিভক্তিকরণ-সংক্রান্ত কোনো জটিলতা অথবা অন্য কোনো সমস্যা বা আইনগত কোনো জটিলতা আছে কি না, সে সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু গতকাল পর্যন্ত তা পায়নি কর্মকর্তারা।

এর আগে কুমিল্লা সিটির ভোটের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধেই আমরা স্থানীয় নির্বাচনগুলো করে থাকি। কোনো ধরনের জটিলতা না থাকলে স্থানীয় সরকার বিভাগের ক্লিয়ারেন্স পেলেই সভায় আলোচনা করে কুমিল্লা ভোটের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি জানান, রমজান মাসে ভোট হবে না। তবে মে মাসে নির্বাচন করতে হলে রমজানের মধ্যে তপশিল ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ভোটের তারিখ ঈদের পরে উপযুক্ত সময়ে নির্ধারণ করা হতে পারে। সবকিছু কমিশন সভার পরে জানানো সম্ভব হবে।

ইসি কর্মকর্তারা জানান, কুমিল্লা সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। সেদিক থেকে গত বছরের ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। বর্তমানে এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

এই বিভাগের আরও খবর