জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চকলেটের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরে শিশুটির বাবা শনিবার দুপুরে পাকুন্দিয়া থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিষয়টি জানাজানি হয়।
অভিযুক্ত ৬০ বছর বয়সী নিধু মিয়ার বাড়ি উপজেলার বুরুদিয়া ইউনিয়নে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, বুধবার বেলা ১১টার দিকে বাড়ির সামনে ঘোরাফেরা করছিল শিশুটি। এ সময় নিধু মিয়া তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের মাঠে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে নিধু মিয়া পালিয়ে যান।
পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, ‘শিশুটির বাবা স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেন। বিচার না পেয়েই দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন।’
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় শিশুটির পরিবারের লোকজন নিধু মিয়াকে মেরে রক্তাক্ত করেছে বলে জেনেছি। আমার জানামতে এই দুই পরিবারের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।’
ওসি সারোয়ার জাহান বলেন, ‘শিশুটি তার পরিবারের হেফাজতে রয়েছে। রোববার তার ডাক্তারি পরীক্ষা হবে। অভিযুক্ত নিধু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’