জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টায় পুইশুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান কামরুল ইসলাম সিকদার।
তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নে ৫০০ গরীব-অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরন করা হয়। তালিকা ছাড়াও আরও ৫০ জনকে চাল দেয়া হয়। যাদের নাম তালিকায় দিতে পারেনি, তাদের প্রত্যেককে ২৫০ টাকা করে দেয়া হয়েছে। পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য পিল্টন সিকদার ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য কায়েম শিকদার কিছু সংখ্যক স্লিপ উপকারভোগীদের না দিয়ে নিজেরা চাল উত্তোলনের চেষ্টা করেন। বাঁধা দিতে গেলে বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির কিছু লোকজন নিয়ে পরিষদ ভবনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হুমকি-ধামকি দেয়। পরে ওই দুই ইউপি সদস্যের বহিরাগতদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। কিন্তু এখানে চাল কম দেয়া হয়েছে বলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যা মিথ্য ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-লিয়াকত হোসেন লিংকন