কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনাকালে দুর্যোগ মোকাবেলায় ৭ হাজার দুস্থ পরিবার নগদ অর্থ সহায়তা পাচ্ছেন।
রোববার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচীর আওতায় রাতইল ইউনিয়নের ৫ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ৫০০ করে নগদ টাকা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, রাতইল ইউপি চেয়ারম্যান বিএম হারুন অর রশিদ পিনু, ইউপি সদস্য দিদারুল ইসলাম মৃধা, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইউএনও রথীন্দ্রনাথ রায় জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫ শতাধিক পরিবারের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। প্রাথমিকভাবে উপজেলার ৭ হাজার পরিবার এ কর্মসূচীর আওতায় আসছে। পর্যায়ক্রমে বাকী পরিবারগুলো এ কর্মসূচীর আওতায় আসবে।