কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে হাট-বাজারে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। পরে ওই বাজারে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, স্বেচ্ছা সহকারি ও কর্মচারীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলার ভাটিয়াপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ১০ লাখ টাকা। পরে তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।