জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে দৈনিক যায়যায়দিনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৬ জুন) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে কেক কর্তনের আয়োজন করা হয়।
পরে কাশিয়ানী প্রেসক্লাবে যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি নিজামুল আলম মোরাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. মেহেদী হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ, সমবায় কর্মকর্তা মো. আব্দুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, সদর ইউপি চেয়ারমান মোহাম্মাদ আলী খোকনসহ বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। দৈনিক যায়যায়দিন দেশের সর্বাধিক পাঠকপ্রিয় ও পাঠক সমাদৃত পত্রিকা।’
তিনি দৈনিক যায়যায়দিনে পত্রিকার প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, লেখক, পাঠকসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে জন্মদিনের শুভেচ্ছা জানান।