জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৯ জুন) উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক ড. মো. আমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের জেলা উপপরিচালক মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুরে হিল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমএস ওয়াহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, এলজিইডি প্রকৌশলী মো. হাবিবুর রহমান, এসআই সাদেকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।