,

কাশিয়ানীতে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদুৎস্পৃষ্টে তুষার আহমেদ মোল্লা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটেছে।
তুষার ওই গ্রামের ইন্দাজ আলী মোল্যার ছেলে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাবুল আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘরে ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে তুষারের ভাতিজা জয় মিম মোল্যা বিদ্যুতায়িত হয়। এ সময় তুষার তাকে উদ্ধার করতে গিয়ে বৈদ্যুতিক শকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর