,

কাশিয়ানীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৫

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০ ঘর-বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুল আলম সেলিম ও কাজী জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে দ্বন্দ হয়। এরই জেরে শুক্রবার দুই পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা, ঢাল-সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের প্রায় ২০ ঘরবাড়ি ভাংচুর হয়েছে। পরে খবর পেয়ে ইউএনও রথীন্দ্রনাথ রায় ও ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও বিজিবি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এছাড়া উপজেলার ধানকোড়া, তেঁতুলিয়া ও শুক্তগ্রামে সহিংসতার ঘটনা ঘটেছে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এই বিভাগের আরও খবর