,

নানা আয়োজনে কাশিয়ানীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা, মৎস্য পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মো. এস এম শাহজাহান সিরাজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সন্জয় কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, ওসি (তদন্ত) মোহাম্মদ ফিরোজ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নমীতা রানী, রাজপাট ইউপি চেয়ারম্যান মো. মিল্টন খান, পুইশুর ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম প্রমুখ।

এ সময়ে বিভিন্ন ক্যাটাগরীতে মৎস্য চাষিদের হাতে পুরস্কার তলে দেন অতিথিরা। এরআগে উপজেলা পরিষদ পুকুরে মাছে পোনা অবমুক্ত করা হয়।

এই বিভাগের আরও খবর