,

কাশিয়ানীতে ‘দিনব্যাপী প্রাণিসম্পদ’ প্রদর্শনী

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার জোনাসুর উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল আলম, ওসি মোহাম্মদ মাসুদ রায়হান, সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা সন্জয় কুমার কুন্ড, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, রাতইল ইউপি চেয়ারম্যান মো. আঞ্জুরুল ইসলাম, মহেশপুর ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান লুথু মিয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার। প্রদর্শনীতে গরু-ছাগল, খরগোশ, ভেড়া, কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণি ও কৃষি যন্ত্রপাতির স্টল বসেছিল।

এই বিভাগের আরও খবর