,

তিন প্রার্থীর সমান ভোট! কাশিয়ানীতে ফের নির্বাচন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্যপদে তিনজন প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রাজপাট ইউনিয়ন ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভোটকেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে মো নাজমুল শেখ (মোরগ), মো আরিফ শেখ (ফুটবল) ও ফজলে হক মোল্যা (টিউবওয়েল) প্রতিদ্ব›িদ্বতা করেন।

আজ দ্বিতীয়বারের এ নির্বাচনে ফজলে হক মোল্যা টিউবওয়েল প্রতীক নিয়ে ৩১৮ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. নাজমুল শেখ মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৫ ভোট।

কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন রাজপাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্যপদে তিনজন প্রার্থী মো নাজমুল শেখ, মো আরিফ শেখ ও ফজলে হক মোল্যা নির্বাচনে অংশ নেন। তিনজনের প্রত্যেকে ২৫৯টি করে ভোট পান। তাই ফলাফল ঘোষণা স্থগিত করে নির্বাচন কমিশন। পুনরায় ভোটগ্রহণের তারিখ ২৪ নভেম্বর ঘোষণা করলে আজ বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দায়িত্বপ্রাপ্ত রিটার্নি কর্মকর্তা সন্জয় কুমার কুন্ডু বলেন, ‘রাজপাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্যপদে তিনজন প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনরায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ফজলে হক মোল্যা টিউবওয়েল প্রতীক নিয়ে ৩১৮ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।’

এই বিভাগের আরও খবর