,

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধে কৃষকের বীজতলা নষ্ট!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে পা দিয়ে মাড়িয়ে কৃষকের বোরো ধানের বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ওই কৃষক বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্থ কৃষক নির্মল বাইন বলেন, ‘আমি বাড়ির পাশে ৩ শতক জমিতে প্রতি বছরের মতো এবারও রোপনের জন্য বোরো ধানের বীজ দিয়েছিলাম। জমি নিয়ে শত্রুতার জেরে একই গ্রামের বাদল, খোকন, রাজিব, নির্মল, বিকাশ, প্রকাশ জোরপূর্বক আমার বীজতলায় প্রবেশ করে বাঁশের বেড়া ভেঙে ফেলেন এবং বীজতলায় ফেলা বীজ পা দিয়ে মাড়িয়ে নষ্ট করেন। আমি বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমি এর বিচার চাই।’

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা হলে তারা বীজতলা নষ্টের কথা অস্বীকার করেন।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর