,

কাশিয়ানীতে আশ্রয়ন কেন্দ্রে জাতীয় শোক দিবস পালিত

কাশিয়ানী প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্যদিয়ে কাশিয়ানী উপজেলার আশ্রয়ন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৬ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

এ দিনে মন্ত্রী পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রকল্পগুলো হল তারাইল মাঠ, তালতলা, জঙ্গলমুকুন্দপুর, পোনা ও পারকরফা আশ্রয়ন প্রকল্প ।

তালতলা আশ্রয়ন প্রকল্পে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েল, ট্যাগ অফিসার জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

তারাইল ফুকরা আশ্রয়ন প্রকল্পে উপস্থিত ছিলেন ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা, ইউপি সদস্য মনির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, ট্যাগ অফিসার আমিনুল ইসলামসহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা।

এই বিভাগের আরও খবর