,

কাশিয়ানীতে আ’লীগ নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনের বিরুদ্ধে করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন বাদী কানন বালা গাইন।

গত সোমবার (২৭ জুন) বাদী কানন বালা গাইন গোপালগঞ্জ আদালতে গিয়ে স্বেচ্ছায় মামলাটি প্রত্যাহার করে নেন।

মামলার আইনজীবী জি এম শামছুজ্জামান (জামান) বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত ১ জুন ভবন নির্মাণ কাজ বন্ধ ও চাঁদা চাওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বাদী কানন বালা গাইন।

এ বিষয় কানন বালা গাইনের কাছে জানতে চাইলে মামলা প্রত্যাহারের বিষয়টি স্বীকার করলেও আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের ঘটনায় ফুঁসে উঠে উপজেলার সর্বস্তরের জনগণ। প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচী পালন করেন। মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন তারা।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর